আজকের শিরোনাম :

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে সিভিল সার্জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৮, ১২:১১

জামালপুর, ০১ আগস্ট, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে সিভিল সার্জন ডা. গৌতম রায় মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এনামুল হকের বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলা, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাত, আন্তঃবিভাগের রোগীদের খাবার নাদেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন কার্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

গত সোমবার তদন্তকারী কর্মকর্তা ডেপুটি সিভিল সার্জন ডা. মন্তাকিন মাহমুদ সাদিও ছিলেন। সিভিল সার্জন ডা. গৌতম রায় বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশকিছু জটিলতা রয়েছেÑ তা সত্য। 

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ