আজকের শিরোনাম :

আত্রাইয়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন পুলিশ সুপার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১১:৩০

সারাদেশে পুলিশের পরিসেবা সহজ করতে এবং সেবা গুলো জনগণের দোর গোড়ায় পৌছে দিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের আইজিপির নির্দেশে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে।

বিট পুলিশিং কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন।

এছাড়া এলাকার মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমাতে এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে।

সোমবার ১০ আগষ্ট  বিকেলে আত্রাই থানা পুলিশের আয়োজনে উপজেলার সাহাগোলা  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিট পুলিশিং

কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)।

আত্রাই থানার ওসি মো. মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. এবাদুর রহমান প্রামাণিক, সাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুল ইসলাম, সম্পাদক মো. মোফাজ্জল হোসেন সন্দেশ, সাংবাদিক  আব্দুল মজিদ মল্লিক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সালাম প্রমূখ।

এ সময় ইউনিয়ন পরিষদে সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/রুহুল আমিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ