আজকের শিরোনাম :

জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১১:২২

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ পরিকল্পনা

মন্ত্রী এম.এ মান্নানের  নির্দেশে সুনামগঞ্জ  জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম জগন্নাথপুর উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং ত্রাণ বিতরন  করেন।

গতকাল বুধবার  কলকলিয়া  ইউনিয়নের  বিভিন্ন আশ্রয় কেন্দ্রে  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া খাদ্য সামগ্রী, তৈজসপত্র ও  পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম, উপজেলা জনস্বাস্থ্য  প্রকৌশলী আব্দুর রব সরকার, পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফ উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল ইসলামসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুর উপজেলায়  ইতিমধ্যেই ১০ টন খাদ্য বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভার জন্য অতিরিক্ত ৫ টন খাদ্য মজুদ আছে।

এছাড়া উপজেলার বন্যায় অসহায়দের জন্য পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার মজুদ রয়েছে। এ পর্যন্ত ২০হাজারেরও বেশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিভিন্ন এলাকায় দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, জগন্নাথপুর উপজেলা  প্রশাসনের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সার্বক্ষণিক ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান মহোদয়ের  নেতৃত্বে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক, সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বন্যা এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে।  

এবিএন/রিয়াজ রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ