আজকের শিরোনাম :

খানসামায় করোনায় ইমামদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১৪:০৪

দিনাজপুরের খানসামায় প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে ইমামদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় তিন শতাধিক ইমামের অংশগ্রহণে উপজেলা কমপ্লেক্স হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, ওসি শেখ কামাল হোসেন,জেলা ইমাম সমিতির সভাপতি মতিউর রহমান কাসেমী ও সাধারণ সম্পাদক রফিকুউল্লাহ মাজহারী, জেলা ইমাম প্রশিক্ষক মাওলানা হুচাইন মোহাম্মদ, মুফতি মমতাজ উদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা পালনে মুসল্লীদেরকে উদ্বুদ্ধ করতে জুমআ ও পাঁচ ওয়াক্ত নামাজে বক্তব্য রাখতে ইমামদের প্রতি আহ্বান জানান।

এবিএন/এস.এম.রকি/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ