আজকের শিরোনাম :

উলিপুরে তিস্তার ভাঙনকবলিত এলাকায় উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১০:৩৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তা নদীর ভাঙন কবলিত বজরা ইউনিয়নের চর বজরা পূর্বপাড়া ও গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া টি-বাঁধ এলাকা পরিদর্শন করেছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর পওর সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর শহীদ, কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম প্রমূখ।

এ সময় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন, তিস্তা নদীর ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে তিস্তা নদীর অব্যাহত ভয়াবহ ভাঙনে নদী অববাহিকার দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নে প্রায় দুই শতাধিক বাড়ি-ঘর ও আবাদি জমিসহ সরকারী স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এবিএন/আব্দুল মালেক/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ