আজকের শিরোনাম :

উলিপুরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১১:০০

কুড়িগ্রামের উলিপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিস্তা নদীর তীরবর্তী গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ কমিউনিটি ক্লিনিক চত্ত্বরে বন্যাকবলিত ১৭৫ পরিবারের মাঝে ২০ কেজি চাল, এক কেজি চিড়া, এক কেজি লবণ, এক কেজি মুসুর ডাল ও হাফ কেজি চিনি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুর-ই-আলম সিদ্দিক, ইউপি সদস্য মতিয়ার রহমান, রফিকুল ইসলাম প্রমূখ।

এছাড়াও বজরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২’শ পরিবারের মাঝে ২০ কেজি চাল, এক কেজি চিড়া, এক কেজি লবণ, এক কেজি মুসুর ডাল ও হাফ কেজি চিনি বিতরণ করা হয়।

বজরা ইউপি চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিতি মাও. রেফাকাত হোসেন, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান আমিন (তুমুল), ইউপি সদস্য ফয়েজ আহমেদ, আমিনুল ইসলাম, মল্লিকা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।  

এবিএন/আব্দুল মালেক/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ