আজকের শিরোনাম :

বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ১৭:৫৯

বড়াইগ্রাম (নাটোর) , ১৮ জুলাই, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৎস্যসম্পদ কার্যক্রম বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মনবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে।
মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বড়াইগ্রামে ছোট-বড় ৩ হাজার ১১৬টি মৎস্য খামার রয়েছে। এরমাধ্যমে বছরে ৫ হাজার ৬০০ মেট্রিকটন মাছ উৎপাদন হয়। বড়াইগ্রামে প্রায় ৩ লাখ মানুষের বসবাস এর বিপরিতে মাছের চাহিদা রয়েছে ৫ হাজার ৫১২ মেট্রিকটন। তিনি বলেন, মৎস্য উৎপাদনের পরিমান বৃদ্ধি এবং মৎস্যজীবিদের সাবলম্বী করতে এনএটিপি প্রকল্প চালু রয়েছে।
তিনি আরো জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় বড়াইগ্রামেও ৭দিন ব্যাপি কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতা মূলক প্রচার, সফল মৎস্যচাষীদের পুরষ্কার প্রদান, মৎস্য সেক্টরের কার্যক্রম প্রচার, ফরমালীন বিরোধী অভিযান, স্কুল, কলেজ, হাটবাজারে আলোকচিত্র প্রদর্শন ও সভা সমাবেশ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেরদৌস আলম, বড়াইগ্রাম প্রেস ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, সহসভাপতি সাইফুর রহমান, সম্পাদক রেজাউল করিম মৃধা, সদস্য আব্দুল কাদের সজল প্রমুখ। 

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ