আজকের শিরোনাম :

বান্দরবান পৌরসভা ও রুমা উপজেলাকে লকডাউন ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২০, ১২:৪৮

বান্দরবনে পৌরসভা এলাকা, সদর উপজেলা রুমা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় রেড জোন চিহ্নিত করে পুরোপুরি লকডাউন করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের অব্যাহত সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা ও রমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন) বেলা ১২টা হতে এ রেড জোন কার্যকর করার জন্য পুরোপুরি লকডাউন করা হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে বলেও নিশ্চিত করেন জেলা প্রশাসন।

বিবৃতিতে আজ ১২টার মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, রেড জোন ঘোষিত এলাকায় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবেনা।

তবে জেলা প্রশাসন পুলিশ, সেনাবাহিনী, মানবিক সহায়তা, ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন, জরুরি ঔষধ এবং কৃষি উপকরণ ও পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে বলে তিনি জানান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনগণকে অপ্রয়োজনীয়' বাইরে ঘোরাফেরা না করতে তিনি জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ