আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে বিশ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৯:৫৩

বিশ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে লক্ষ্মীপুরে। খবরের বিস্তারিত জানা গেছে, লক্ষ্মীপুরের জায়েদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ।

পৌর এলাকা গোডাউন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া।

গ্রেফতারকৃত মো. ইব্রাহীম পৌরসভার ৮নং ওয়ার্ড পুরাতন গরু হাটার মিন্টু চেয়ারম্যান বাড়ীর মৃত বশির উল্ল্যার ছেলে।

এসআই সোহেল মিয়া বলেন, র্দীঘদিন যাবত হত্যা মামলার আসামি ইব্রাহীম বিদেশে আত্মগোপনে ছিলো, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের গোডাউন রোড থেকে গ্রেফতার করি।

পুলিশ জানায়, ২০০০ সালে জায়েদকে হত্যা করা হয়। ওই ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। লক্ষ্মীপুর সদর থানায় মামলা নং ০৮(০৯)০০ ওই হত্যা মামলায় আদালত ইব্রাহীমকে যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এবিএন/অ আ আবীর আকাশ/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ