আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে ডাক্তার দম্পতিসহ ৬ জনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২০, ১৬:৫৫ | আপডেট : ২৪ মে ২০২০, ১৭:১১

সিরাজগঞ্জে ডাক্তার দম্পতিসহ আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে তাড়াশে ডাক্তার দম্পত্তি ও একজন স্বাস্থ্যকর্মীসহ ৩ জন, সিরাজগঞ্জ পৌর এলাকার ২ জন ও বেলকুচিতে ১ জন।

এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। ওই ৬ জনের বাড়ি লকডাউন করা হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ডাক্তার দম্পত্তির মধ্যে একজনের আগেই করোনা শনাক্ত হয়েছিল। নতুন করে আবারো তার নমুনা পাঠানো হলে ফের তার রিপোর্ট পজেটিভ আসে।

এছাড়া পৌর এলাকার ২ জনের মধ্যে একজন গোশালা মহলøার সাবেক ছাত্রলীগ নেতা ও দত্তবাড়ী মহলøার অপর ১ ব্যক্তি।

এছাড়া বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া মহলøার এক ব্যক্তি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে ১৭ মে তিনি বেলকুচিতে আসে।

পরে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তার রিপোর্ট পজেটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে ১ জনকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৫ জনকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে তিনি উলেøখ করেন।

এবিএন/এসএম তফিজ উদ্দিন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ