আজকের শিরোনাম :

ধর্মপাশায় আশা’র উদ্যোগে ২৫০ জনকে খাদ্য সহায়তা প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০, ১০:৩৪

সুনামগঞ্জের ধর্মপাশায় বেসরকারি সংস্থা আশার উদ্যোগে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ২৫০ ব্যক্তিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১টায় খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আশার ধর্মপাশা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন, ধর্মপাশা-১ এর শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান, ধর্মপাশা-১ এর সহকারী শাখা ব্যবস্থাপক সুমন সাহা, ধর্মপাশা-২ এর সহকারী শাখা ব্যবস্থাপক নূর হোসেন, ধর্মপাশা-২ এর শাখা ব্যবস্থাপক উজ্জ্বল সরকার, আশার মধ্যনগর শাখা ব্যবস্থাপক নাজমুল হকসহ অন্যান্য কর্মীবৃন্দ।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি  লবণ ও ১ লিটার ভূর্জ তেল।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

 

 

 

এই বিভাগের আরো সংবাদ