আজকের শিরোনাম :

মাদারীপুরে পুলিশি বাধার পরেও এলডিপি’র বিক্ষোভ সমাবেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ১৬:৫৬

মাদারীপুর, ১৪ জুলাই, এবিনিউজ : কুমিল্লার চান্দিনায় এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের গাড়ি বহরে হামলার প্রতিবাদে মাদারীপুরের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পূর্ব নিধারিত স্থানের পরিবর্তে শহরের লিগ্যাল এইড ট্রেনিং এন্ড রিসোস সেন্টারের সামনে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই বিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মাদারীপুর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এসময় পুলিশের বাধার কারনে প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ সমাবেশে করতে পারেনি। পরে শহরের শহরের লিগ্যাল এইড ট্রেনিং এন্ড রিসোস সেন্টারের সামনে কর্মসূচি পালন করে আয়োজকরা।

বিক্ষোব সমাবেশে প্রধান অতিথির বক্তবে এলডিপি’র কেন্দ্রিয় শিক্ষা বিষযক সম্পাদক ও জেলার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, কর্ণেল অলিকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামীলীগের লেলিয়ে দেয়া যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরাই এ হামলা চালিয়েছে। কর্ণেল অলি আহমদ একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতা রক্ষার অতদ্র প্রহরী এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি।

বক্তারা ন্যাক্কারজনক হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জরিতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার জোর দাবি জানায়। জেলা এলডিপির সাধারন সম্পাদক মোঃ মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোব মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা এলডিপি’র নেতা মোঃ রঞ্জু আহম্মেদ, আশিস কুমার সরকার, শহিদুল ইসলাম, মোঃ পান্নু খান প্রমুখ।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ