আজকের শিরোনাম :

লাশবাহী ফ্রিজিং গাড়িতে যাত্রী বহন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১৯:৩৩

ঢাকা থেকে শরীয়তপুরে ফ্রিজিং লাশবাহী গাড়িতে যাত্রী আনার অপরাধে মোবাইল কোর্ট ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের জেল।  

শরীয়তপুর বিডি ক্লিনের সমন্বয়ক এড. মাসুদুর রহমানের সহযোগিতায় সদর ইউএনও মাহবুবুর রহমান শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

১৯ এপ্রিল রবিবার ১২ টার সময় ফ্রিজিং লাশবাহী গাড়ি ধানুকা সরকারি কলেজের সামনে থেকে আটক করা হয় এবং বিকেল ৫ টায় ভ্রাম্যমাণ আদালত রায় ঘোষণা করেন। গাড়ি সহ ড্রাইভারকে পালং মডেল থানা পুলিশ আটক করেছেন।

এড.মাসুদ বলেন, এই গাড়িটি ধরে ড্রাইভারকে লাশের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি লাশ পাইনি। ১০ হাজার টাকা পেয়ে আমি যাত্রী নিয়ে এসেছি। তারপর আমি সদর ইউএনও মাহবুবুর রহমান শেখকে জানালে তিনি এসে সাজা দেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ফ্রিজিং লাশবাহী গাড়িতে যাত্রী টানার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের জেল দেয়া হয়েছে। এখনো টাকা হাতে পাওয়া যায়নি তাই এখন আর কিছু বলা যাবে না।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ