আজকের শিরোনাম :

সুনামগঞ্জে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিল শওকত আকবর ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৫:০১

প্রাণঘাতী করোনা ভাইরাসে মানুষ ঘরবন্দি হয়ে পড়ায় সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও শিমুলবাক ইউনিয়নে কর্মহীন ১১০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শওকত আকবর ফাউন্ডেশন।

আজ সোমবার দিনভর এসব খাদ্য সহায়তা ইউনিয়নের ৮টি গ্রামের কর্মহীন পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

জয়নগর, সরদারপুর, ধনপুর, আমড়িয়া, মোহনপুর, বানী পুর, বর্মাউত্তর ও মোড়ারবন্দ গ্রামে কখনো নৌকায়, গাড়িতে, পায়ে হেঁটে ঘরে ঘরে পৌঁছে দেন। তাদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১টি সাবান প্রদান করা হয়। তাদের এ উদ্যোগকে এলাকার মানুষ অভিনন্দন জানাচ্ছেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন শওকত আকবর ফাউন্ডেশনের পরিচালক মাওলানা তৈয়বুর রহমান, আফজল হোসেন, কামরুল হাসান, সাদ্দাম, আমিন, শাহিন, আলমগীর,পাবেল প্রমূখ।

এর আগে ফাউন্ডেশনের অর্থায়নে ভাইরাস প্রতিরোধে সর্দারপুর গ্রামের পয়েন্টে, অটোগাড়িতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এবং সাধারণ মানুষকে সচেতনতায় লিফলেট ও সাবান বিতরণ করেন তারা।

এবিএন/অরুণ চক্রবর্তী/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ