আজকের শিরোনাম :

কাউখালীতে চিকিৎসক ও নার্সদের পিপিই প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১১:১১

জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি কাউখালী উপজেলায় ব্যক্তিগতভাবে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি হিসেবে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসনে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এবং করোনা মোকাবিলা তহবিলে নগদ ২ লাখ টাকা অনুদান দিয়েছেন।

গতকাল শনিবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব পিপিই তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয়পার্টি জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবীর প্রমূখ।

এছাড়া আনোয়ার হোসেন মঞ্জু ও জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু কাউখালীতে উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের আপদকালীন সহায়তার জন্য সরকারিভাবে ৫ মেট্রিক টন চালসহ ব্যক্তিগতভাবে ডাল, আলু, সয়াবিন তেল, লবণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করছেন।

এবিএন/সৈয়দ বশির/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ