আজকের শিরোনাম :

গোপালপুর শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

দীর্ঘ সতেরো বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রোববার টাঙ্গাইলের ঐতিহ্যবাহি গোপালপুর শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মো. বেলায়েত হোসেন (চেয়ার) প্রতীকে ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রওশন খান আইয়ুব (আনারস) প্রতীকে পেয়েছেন ১২৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা আঙ্গুর (ছাতা) প্রতীকে ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম মোমেনুর রহমান হীরা (গরুর গাড়ী) প্রতীকে পেয়েছেন ১০৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. রফিজ উদ্দিন (বল) প্রতীকে পেয়েছেন ২৯৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মাছুদুল আলম মাছুম (মোরগ) প্রতীকে পেয়েছেন ২৭০ভোট। অর্থ সম্পাদক পদে মো. আবদুর রাজ্জাক (হরিণ) প্রতীকে পেয়েছেন ৬৩৯, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রাশেদ (কলসি) প্রতীকে পেয়েছেন ৭৫ ভোট। পাহাড়া বিষয়ক সম্পাদক পদে মো. ফজলুল হক (হাতী) প্রতীকে পেয়েছেন ৪২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হেলাল উদ্দিন (হারিকেন) প্রতীকে পেয়েছেন ৩৬৫ ভোট। সমিতির ৯৭৯জন ভোটারের মাঝে ৮২০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।


এবিএন/এ কিউ রাসেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ