আজকের শিরোনাম :

ভোলায় পদবী ও পদোন্নতির দাবিতে ডিসি অফিসে কর্মবিরতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১৪:২৬

প্রশাসনের মাঠ পর্যায়ের ৩য় শ্রেণীর কর্মচারীরা তাদের পদবী পরিবর্তন ও পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করেছে। 

ভোলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মচারীরা গত ২০, ২১, ২৭ ও ২৮ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল দাপ্তরিক কাজ বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে। এতে এসব অফিসে আসা সেবা প্রত্যাশীরা ভোগান্তির কবলে পড়েন।  

আন্দোলনকারী কর্মচারীরা জানিয়েছেন, তাদের পদবী প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ এবং পদোন্নতির ঘোষণা না আসা পর্যন্ত তারা আগামীতে আরো কর্মসূচি পালন করবে।  

রকে অফিস সুপার, অফিস সহকারী ও হিসাবরক্ষক, স্টেনো গ্রাফার এবং স্টেনো টাইপিস্টসহ নানা নামে সম্বোধন করা হয়।

এবিএন/আদিল হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ