আজকের শিরোনাম :

সিরাজগঞ্জ বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১৮:১৫

সিরাজগঞ্জ পৌর এলাকায় জানপুর (বটতলা) মহল্লার ৭ম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উল্লেখিত মহল্লায় সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

 তখন কনের বাড়ীতে কনে ওই মহল্লার ৭ম শ্রেণির ছাত্রীর (১৩) সাথে একই এলাকার একডালা মহল্লার রাজমিস্ত্রীর (২২) বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং কনের বাবার কাছ থেকে তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরু ল ইসলাম ও সদর থানা পুলিশের  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ