আজকের শিরোনাম :

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে হত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৯:২৫

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম মল্লিক (৫৫) দারাখানা গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিরোধীয় জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা ৭টায় সালিশ-মীমাংসার মধ্যেই বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারের নেতৃত্বে ৮-১০ জন মিলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে সে গুরুতর জখম হয়। পরে নুরুলকে রাত ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ