আজকের শিরোনাম :

শীতে কাপছে সাঘাটা উপজেলাবাসী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৯

গাইবান্ধার সাঘাটা উপজেলায় শীতের প্রকোপে নাকাল হয়ে পড়েছে এখানকার জনজীবন। হঠাৎ জেকে বসা শীতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। 

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দিন মজুর ও খেটে খাওয়া মানুষ জন নাকাল হয়ে পড়েছে। কুয়াশার চাদর ভেদ করে সূর্য দেখা মেলেনি গত ৫ দিনেও। শীত বস্ত্রের অভাবে শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে। 

শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্ক মানুষ। ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। হাসপাতালে বেড়ে চলেছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। হঠাৎ শীতে শ্রমজীবী মানুষের চরম দুর্দশা বেড়েছে। শীতের কারণে ঘরের বাইরে বের হতে পারছে না তারা। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও রাস্তায় যানবাহন চালাচ্ছে হেড লাইট জ্বালিয়ে। 

উপজেলা ত্রাণ ও পূণর্বাসন অফিস সূত্রে জানা গেছে, শীতবস্ত্রের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। শৈত্য প্রবাহ অব্যাহত থাকলে মানুষের অবস্থা শোচনীয় হবে বলে আশংকা করা হচ্ছে। শীতের প্রকোপ থেকে রেহাই পেতে হতদরিদ্র ছিন্নমূল মানুষ এই মুহূর্তে প্রয়োজনীয় শীত বস্ত্রের দাবি তুলেছেন।  

এবিএন/আসাদ খন্দকার/জসিম/বিদ্যুৎ
 

এই বিভাগের আরো সংবাদ