আজকের শিরোনাম :

গলাচিপায় তীব্র শীতে ভীড় জমাচ্ছে খোলা বাজারে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:৫০

"শীতে কাপঁছে দেশ" বছর শেষে যেন শীতের তীব্রতা বেড়েই চলছে। বৈছে মৃদু শৈত্যপ্রবাহ। পাশাপাশি ভীড় জমাচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার নিম্ন আয়ের খোলাবাজারে শীতবস্ত্র দোকানগুলোতে।

সরজমিনে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূরদূরান্তের চরাঞ্চলের হতদারিদ্রসহ মধ্যবিত্ত পরিবারে ক্রেতা সাধারণ স্বল্প টাকায় শীতবস্ত্র কিনতে বিভিন্ন রকমের সাধ্যমতে গরম কাপড় নিচ্ছেন।

তেমনি কথা হয় উপজেলার সদরের কিছু ক্রেতা সাধারণের সাথে তাদের সাথে কথা বলে জানা যায় দিন দিন শীতের তীব্রতা বাড়ছে, শুনছেন সামনে হয়তো আরো শৈত্যপ্রবাহ আসছে, তাই বিদেশ থেকে আমদানিকৃত অনেক ভালো ভালো জিনিস এসব খোলাবাজারে স্বল্প টাকায় কিন্তে পাওয়া যায়, এতে করে যেমনি শীত থেকে রেহাই পাওয়া যায়, তেমনি স্বল্প টাকায় অনেক ভালো মানের শীতবস্ত্র কিনা যায়। 

এ দিকে স্বল্প টাকায় ভালো মানের শীতবস্ত্র সাধারণ ক্রেতাদের মাঝে বেচাঁ কিনা করতে দোকানিরাও সর্বক্ষণ ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন মো. ফকু বিশ্বাস, মো. জলিল, মো. আমিরুল, মো. ইলিয়াসসহ বেশ কিছু শীতবস্ত্র বিক্রেতা।

এবিএন/ মু. জিল্লুর রহমান জুয়েল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ