আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বিজয় র‌্যালিতে হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:২৭

সিরাজগঞ্জ সরকারি কলেজের বিজয় র‌্যালিতে বিএনপি জামায়াতের হামলার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলাখানা এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ কে. এম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য্য, এ্যাডঃ বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, আলহাজ্ব ইসহাক আলী, পৌর মেয়র মুক্তা সিরাজী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, এ্যাডঃ আব্দুল হাকিম প্রমুখ।

সমাবেশে এমপি বলেন, বিজয় র‌্যালিতে হামলাকারীরা কখনোই এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সিরাজগঞ্জ সরকারি কলেজের বিজয় র‌্যালিতে মুক্তিযোদ্ধা, ছাত্র-জনতা অংশ নিয়েছিল। র‌্যালীতে হাজার হাজার মানুষের উপস্থিতি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বিএনপি-জামায়াত মেনে নিতে পারেনি। এ কারণে বিজয় মিছিলে পেছন থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারী স্বাধীনতা বিরোধীদের কোন ছাড় দেয়া হবে না। দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 উল্লেখ, রোববার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে মহান স্বাধীনতা মাস উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের ইবি রোড এলাকায় পৌছলে অতর্কিতভাবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। একপর্যায়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশসহ আওয়ামীলীগ বিএনপির কমপক্ষে ৬০ নেতাকর্মী আহত হন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ