আজকের শিরোনাম :

বুধহাটায় জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে জখম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটিতে জমি অবৈধ দখলে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। 

গুরুতর আহত বৃদ্ধা মনোয়ারাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৈকাটি গ্রামের মৃত হামেদ সরদারের পুত্র আকিমুদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা খাতুন ভিটেবাড়ি সংলগ্ন ১১ শতক জমির পুকুর ও ধান চাষের চাতর রয়েছে। যার মধ্যে ২ শতক জমি খাস হয়েছে। ৯ শতক জমি তাদের নামে রেকর্ড হয়েছে। উক্ত জমি তারা মৃত নূর হোসেনের পুত্র ছালামের সাথে এ্যাওয়াজ করেন। জমি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে প্যানেল চেয়ারম্যান উপস্থিত হয়ে মাপজোক শেষে স্ব স্ব নামীয় জমিতে দখল বুঝিয়ে দেন। 

আকিমুদ্দিন জমি ছেড়ে দিলেও ছালাম টালবাহনা শুরু করে। এবং ষড়যন্ত্রমূলকভাবে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ছালাম উক্ত জমিতে কাজ করতে গেলে বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধা মনোয়ারা বাধা দিলে ছালাম, আব্বাছ, ছালামের স্ত্রী ও জাহানারা লাঠিশোটা নিয়ে তাকে বেদম মারপিট করলে তিনি বেহুঁশ হয়ে পুকুরে পড়ে যান। পরে অন্যরা তাকে উদ্ধার করে থানা পুলিশকে দেখিয়ে হাসপাতালে ভর্তি করেন। 

এ দিকে প্রতিপক্ষ নিজেদেরকে রক্ষা করতে নিজেদের গায়ে কাদামাটি লাগিয়ে তাদেরকে মারপিট করা হয়েছে এমন অভিযোগ আনার অপচেষ্টা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন। 

এবিএন/জি এম মুজিবুর রহমান/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ