আজকের শিরোনাম :

দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ১৮:২৬

নেত্রকোনার দুর্গাপুরে ১লা অগ্রহায়ন ১৪২৬ বঙ্গাব্দ নবান্ন উৎসব উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি নানা আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্দ্যোগ গ্রহন করে। আজ শনিবার বিকেলে একাডেমি মিলনায়তনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও কৃষকদের অংশগ্রহনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ^র চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দিবস কেন্দ্রীক আলোচনা করেন, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, একাডেমির সঙ্গীত শিক্ষক তপন কুমার দাস, মো. সুরুজ আলী, কবি শফিউল আলম স্বপন, একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, কৃষক জহির উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে উৎসবে অংশগ্রহনকারী শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ