আজকের শিরোনাম :

জগন্নাথপুরে প্রাইমারীর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুল ফাঁকির অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ১৬:২৯

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের নয়া চিলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিবানী দাস নিজের খেয়াল খুশিমত বিদ্যালয় পরিচালনা করেন। যখন খুশি তিনি বিদ্যালয়ে আসেন এবং বিদ্যালয় ছুটি দেন। যার ফলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আগ্রহ হারাচ্ছেন।

সরজমিনে গত ১০অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২ টা ২০মিনিটে নয়া চিলাউড়া সরকারী  প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায়  স্কুলটি বন্ধ রয়েছে। এলকাবাসী  জানান সকালে বিদ্যালয় খোলা হয়েছিল। স্কুল  কমিটির সভাপতি নির্মল দাসকে মেনেজ করে এই ভাবে প্রায় প্রধান শিক্ষিকা  সিবানী দাস বিদ্যালয় ছুটি দিয়ে থাকেন।
 
এই বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিবানী দাস জানান তিনি পারিবারিক কাজে সিলেটে অস্থান করছেন।

স্কুল কমিটির সভাপতি নির্মল দাস জানান স্কুল বন্ধ থাকার কথা নয় আমি খোঁজ নিয়ে দেখছি।

এব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান জানান ১০ অক্টোবর বিদ্যালয় বন্ধ রাখার বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রহন করব। স্কুল ফাঁকি দেওয়ার বিষয় তদন্ত করে প্রধান শিক্ষিকা সিবানী দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে উদ্ধতন কর্তৃপক্ষের  নিকট জোর দাবী জানান এলাকাবাসীর ।
 

এবিএন/রিয়াজ রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ