আজকের শিরোনাম :

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১৮:৫০

বগুড়ার শেরপুর সরকারী ১নং খাস খতিয়ানভূক্ত অবৈধ দখল উচ্ছেদ করলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারের পিছনে হ্যাচাপুকুর নামক এলাকায় ছোনকা মৌজার ১ নং খাস খতিয়ানের ৫২ দাগের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ইটের বাড়ি নির্মান করে ওই এলাকার দুখু মিয়ার ছেলে আলহাজ¦ ও মুকুল হোসেন।

গত ৭ অক্টোবর নবদিন অনলাইনসহ বিভিন্ন পত্রিকায় খবরটি প্রকাশ হওয়ায় প্রশাসনের নজরে আসলে শুক্রবার ১১ অক্টোবর বিকেল ৪টায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ ।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানা পুলিশের এস আই মোহন্তসহ সঙ্গীয় ফোর্স, ভবানীপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন। জানা যায়, খাস খতিয়ানভুক্ত জমির পরিমাণ ছিল ৮ শতক, যাহার বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সকলের উদ্দেশ্যে বলেন, সরকারী জমি অবৈধ ভাবে দখলেন কোন সুযোগ নেই। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী জমি অবৈধ দখল মুক্ত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আসুন সরকারী জমি যাতে অবৈধ দখল না হয় সেজন্য সবাই সজাগ থাকি। সকলকে অবৈধ দখলের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

প্রসঙ্গত, ২২ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নির্দেশে ভবানীপুর ইউনিয়নের বিশ্বা এলাকায় বিশ্বা হাইস্কুলের পূর্ব ধারে বিশ্বা মৌজার ১নং খাস খতিয়ান ভুক্ত ৯১৯ নং দাগে ১.৯ শতাংশ জমির উপর নির্মিত অবৈধ ৭টি দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সরকারী খাস খতিয়ানভূক্ত জায়গা দখল মুক্ত করা হয়।


এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ