আজকের শিরোনাম :

সারিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭

“পলিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিরার (২২ সেপ্টেম্বর) সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাবলিক মাঠ প্রাঙ্গনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়ার সভাপতিত্বে ফলদ বৃক্ষমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কৃষিবীদ আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল হালিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত জামিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুল রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। 

৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলায় ব্যক্তিমালিকানাধীন নার্সারীসহ বসতবাড়ীতে সবজি চাষ, মিশ্র ফল বাগান, বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির ফল ও ঔষধী বৃক্ষের প্রদর্শন বিষয়ক স্টলসহ ১৮টি স্টল অংশগ্রহণ করে। 

উদ্বোধনী পর্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। 
 
এবিএন/পাভেল মিয়া/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ