আজকের শিরোনাম :

হবিগঞ্জে খোয়াই নদী অবৈধ দখলদারমুক্ত হচ্ছে কাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৬

জলাবদ্ধমুক্ত হবিগঞ্জ ও দৃষ্টিনন্দন হবিগঞ্জ গড়ার প্রত্যয়ে আগামিকাল  সোমবার থেকে হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর উপর নির্মাণ করা বাসাবাড়িসহ সকল ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। এ উপলক্ষে আজ রবিবার  বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ এ কথা বলেছেন।

জানা যায় গতকাল শনিবার শহরের শায়েস্তানগর ও মাহমুদাবাদ এলাকায় পুরাতন খোয়াই নদীর উপর নির্মিত জায়গা চিহ্নিত ও মাপজোক করা হয়েছে।

সম্প্রতি শহরের বাইপাস এলাকায়ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় সাধারণ জনগন ধন্যবাদ জানিয়েছে।

উল্লেখ্য হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর ২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫শ’ফুট প্রস্থ অবৈধভাবে দখল করায় নালায় পরিণত হয়েছে। যার কারনে শহরে জলাবদ্ধতা ও পরিবেশ বিনষ্ট হচ্ছে।


এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা 

এই বিভাগের আরো সংবাদ