আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৬ ছাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৭

সিরাজগঞ্জে একই রাতে ৫ম শ্রেণির ছাত্রীসহ ৬ স্কুলছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল থেকে রাত গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার ৭ম শ্রেণির ছাত্রী চুমকী খাতুন (১৩), একই এলাকার ব্রাক্ষণ বয়ড়া গ্রামের ১০ম শ্রেণির ছাত্রী মিম খাতুন (১৬), গোবিন্দ পোটল গ্রামে ৮ম শ্রেণির ছাত্রী নুসরাত খাতুন (১৩), একডালা গ্রামের ১০ম শ্রেণির ছাত্রী লুবনা ইসলাম (১৫), পারপাচিল গ্রামের ৮ম শ্রেণির ছাত্রী লিজা খাতুন (১৩), শিলন্দা গ্রামে ৫ম শ্রেণীর ছাত্রী রিমা খাতুনের (১৩) বাল্যবিয়ে বন্ধ করা হয়।

ভ্রাম্যমান আদালত বসিয়ে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রত্যেক কনের বাবা ও বরের বাবার কাছ থেকে কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, নূরে এলাহী ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ