আজকের শিরোনাম :

মদনে ব্রীকফিল্ড বন্ধে কৃষকগণের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৯

নেত্রকোনার মদন উপজেলার সদর ইউনিয়নের  মদন গ্রামের সামনে ফসলি জমি নষ্ট করে ব্রীকফিল্ড বন্ধ করে প্রস্তুতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন করেছে মদন, বাজিতপুর, কাপাসাটিয়ার গ্রামের কৃষকগণ। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি  এ কর্মসূচি পালন করেন।

এ সময় মদন গ্রামের কৃষক আব্দুল লতিফ, হাদিস মিয়া, মতিউর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে জানান, ওই স্থানে ইট ভাটা তৈরী হলে এই হাওরের শতাধিক হেক্টর দুই ও তিন ফসলী জমির ফসলের বিপর্যয়সহ শাক-সবজি ফলজ বৃক্ষের উৎপাদন হ্রাস পাবে। সেই সাথে আশ-পাশের পরিবেশও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে কৃষকরা  বক্তব্যে উল্লেখ করেন। তাই দ্রুত ইট ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করে উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারক্ষলিপিতে উল্লেখ করেন মদন ইউনিয়নের মদন মৌজার ৬৫১ নং দাগে ১ একর ৮৪শতাং ফসলী জমিতে ইটের ভাটা তৈরী করার জন্য নেত্রকোনার পৌর-সদরের শামছুল কবিরের ছেলে হুমায়ূন কবীর লিটন উদ্যেগ গ্রহণ করেছেন।


এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ