আজকের শিরোনাম :

ভৈরবে তিন মোটরসাইকেল চোর আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:১১

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- বি-বাড়িয়া জেলার মৃত সানাউল্লাহ মিয়ার ছেলে চোর চক্রের প্রধান ইদ্রিস মিয়া উরফে কাজল, মৃত রাজু মিয়ার ছেলে শুভ আহমেদ, জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মোহাম্মদ আলী এর ছেলে সাকিব।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব দূর্জয় মোড় থেকে ৩টি চোরাই হোন্ডা ও চোরাই পার্সসহ তাদের আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

আটককৃত মোটরসাইকেলগুলো হলো টিভিএস আরটিআর ফোরভি ১৬০ সিসি, ইয়ামাহা এফজেড এস ১৫০ সিসি, বাজাজ পালসার ১৫০ সিসি, এছাড়াও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আটক করা হয়। যার বাজার মূল্য ৭/৮ লাখ টাকা।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো.যোবায়ের আহমেদ জানান, ভৈরবসহ আশেপাশের তিন জেলায় দীর্ঘদিন ধরে একটি চক্র মোটরসাইকেল চুরি করছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্জয় মোড় হতে চোরচক্রের প্রধানসহ তিনজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ