আজকের শিরোনাম :

কাউনিয়ায় ২ প্রসাধনী দোকান ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ১৮:১৩

রংপুরের কাউনিয়ায় অবৈধ কসমেটিক প্রসাধনী সামগ্রী মজুত রেখে বিক্রি করার অপরাধে দুই প্রসাধনী দোকানী মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে অনাদায়ে ৭ দিনের কারাদন্ড করা হয়। 

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেসমিন নাহারের এ কারাদন্ড অনাদায়ে জরিমানার রায় দেন। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাউনিয়া থানার এসআই মামুনুর রশিদ, নিরাপদ খাদ্য পরিদর্শক আবু সাঈদসহ একদল পুলিশ। 

ভ্রাম্যমাণ আদালতের ব্রেঞ্চ সহকারী কামরুজ্জামান মন্ডল জানান উপজেলা সদর থানা রোড মার্কেটে প্রসাধনী ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ কসমেটিক প্রসাধনী সামগ্রী মজুত রেখে বিক্রি করা হচ্ছে। 

এমন তথ্যের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে মুক্তা প্রসাধনীর মালিক সাজু মিয়ার ৭ দিনের কারাদন্ড অনাদায়ে ৬ হাজার ও একই এলাকার সাধিয়া প্রসাধনীর মালিক নুরুল ইসলামের ৭ দিনের কারাদন্ড অনাদায়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে। ঘটনাস্থলে জরিমানার টাকা পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোছা. জেসমিন নাহার জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ (৪৩) ধারায় অপরাধীকে কারাদন্ড অনাদায়ে জরিমানা করা হয়েছে। 

তিনি বলেন ভোক্তারা কোন ভাবে প্রতারিত না হয় সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এবিএন/মো. মিজানুর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ