আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ১৯:৫৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী শ্রী শ্রী জয়দূর্গা মন্দির কমিটির আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে মন্দির কমিটির সভাপতি মদন মোহন বণিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ  বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক খন্দকার শরিফ উল আলম শরিফ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ চন্দন কুমার সরকার, সহ-সভাপতি প্রদীপ কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক পরিমল পোদ্দার প্রমুখ।

এছাড়াও উপজেলা কেন্দ্রিয় চান্দাইকোনা গোপাল জিউ মন্দির, রায়গঞ্জ সার্বজনীন শ্রী শ্রী শিবদূর্গা মন্দির, আটঘড়িয়া বারোয়াড়ী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরসহ, পাঙ্গাসী, কালিঞ্জা, ব্রহ্মগাছা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, গীতাপাঠ, কীর্ত্তণ ও আলোচনা সভা।

 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ