আজকের শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়েতে ভ্রাম্যমাণ আদালতের হানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ১০:১০

গায়ে হলুদের অনুষ্ঠানে হানা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৪ বছরের এক কিশোরিকে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বর ও কণে’র পিতাকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাবানিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত হয়েছেন বরের পিতা ও জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপের হাট সতেররশিয়া ঢামা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মো.আকলেশ (৪৫)। তাকে এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

অপর দণ্ডিত হলেন কণের পিতা ও সদর উপজেলার কালিনগর সাবানিয়া এলাকার হাসিম উদ্দিনের ছেলে ময়েজ উদ্দিন(৫৭)। তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এক বছর আগে ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরির বিয়ে বন্ধ করা হয়। এছাড়া বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’র ৮ ধারায় বাল্যবিবাহ চেষ্টার দায়ে ছেলের পিতাকে একবছর ও মেয়ের পিতাকে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ