আজকের শিরোনাম :

উলিপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ১৪:৫৬

কুড়িগ্রামের উলিপুরে ৪’শ ১০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে ।

আজ রবিবার সকালে এসএসসি ’৯০ ব্যাচের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন (প্রবা) এর আয়োজনে উপজেলার তবকপুর ইউনিয়নের ৪’শ ১০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদার রহমান বকুল, সংগঠনের মহা সচিব আসাদুল হক, পরিচালক সোহ্রাব আলী মোল্লা, শাহানুর আলম, আনোয়ারুল সাদাত বিপ্লব, আনোয়ারুল ইসলাম বকসী, শামীমা আক্তার ডলি, আছমা সরকার, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম জুয়েল, বিপ্লব সাহা, মুক্তা, চপল, আফজাল হোসেন, নূর আলম সিদ্দিক প্রমুখ।

এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় বন্যার্তদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, লবন, চিনি, আলু, তেল ও বিস্কুট। 

এবিএন/আব্দুল মালেক/জসিম/বিদ্যুৎ

এই বিভাগের আরো সংবাদ