আজকের শিরোনাম :

রাণীশংকৈলে এই প্রথম স্থানীয়ভাবে ডেঙ্গু রোগী সনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ২০:৫৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এবারই প্রথম স্থানীয় ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার এক বৃদ্ধা হাসপাতালে চিকিৎসা নিতে আসার খবর পাওয়া গেছে । স্বাস্থ্য কেন্দ্রে আর এমও ডাঃ ফিরোজ আলম বলেন, উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী এলাকার ইয়াশিন আলী’র পুত্র লাল মোহাম্মদ (৫০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।

গত কয়েকদিন ধরে সে জ্বরে ভূগছিল, স্থানীয় হাতুরে ডাক্তারের চিকিসা নিয়ে জ্বর ভাল না হওয়ায় মঙ্গলবার স্বাস্থ্য কেন্দ্রে আসে। পরীক্ষা নিরিক্ষা করে দেখা যায় তার ডেঙ্গু জ্বর হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লাল মোহাম্মদকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ৪ জন ডেঙ্গু রোগী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। তবে এরা সবাই ঢাকা থেকে আসলেও স্থানীয় ভাবে আজকে এক জনকে সনাক্ত করা হয়েছে।

এবিএন/মোঃ মোবারক আলী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ