আজকের শিরোনাম :

রাণীশংকৈলে ডেঙ্গুতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ১৪:৫০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ মঙ্গলবার ডেঙ্গু জ্বরে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায় উপজেলার ভকরগাঁও গ্রামের নুরুল ইসলামের পুত্র ঢাকার মিরপুর হাফেজিয়া  মাদ্রাসার ছাত্র রবিউল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৯ জুলাই ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে এসেছিল। গত ৩০ জুলাই জ্বর নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল পরিচালক ডা. আবু মো. খায়রুল কবির অবস্থার বেগতিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। কিন্তু রবিউলকে ঢাকা নেওয়ার আগেই আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

ডেঙ্গু রোগীর লাশ নিজ গ্রামের বাড়ি ভকরগাঁও এলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে রাণীশংকৈল স্বাস্থ্য কেন্দ্রে আর এমও ডা. ফিরোজ আলম বলেন ডেঙ্গু নিয়ে আতংকের কারণ নেই। এডিস মশা সকাল এবং সন্ধায় কামড় দেয়, এ মশা হাটুর উপরে উঠতে পারে না। আর সাধারণ মশা কামড় দিলে কোন ক্ষতি নেই।

এবিএন/মো. মোবারক আলী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ