আজকের শিরোনাম :

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১১:৪৯

দেশব্যাপী ডেঙ্গু ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বাড়ছে। বরিশালের গৌরনদীতে মারা গেছেন আলেয়া বেগম (৫৩) নামে এক নারী।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলেয়া বেগম উপজেলা সদরের আশোকাঠী এলাকার আবদুল মান্নান ফকিরের স্ত্রী।

মৃতের স্বজনদের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহাবুব আলম বলেন, ঢাকা থেকে কয়েক দিন আগে গৌরনদীতে গ্রামের বাড়ি এসেই জ্বরে পড়েন আলেয়া। মঙ্গলবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এর পর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

দেশের অন্তত ৬০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এ বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬৯ জন, যাদের ৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ