আজকের শিরোনাম :

‘মাছের উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ২২:৪৮

মাছ উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।  আজ বৃহস্পতিবার কোটচাঁদপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন অনুষ্ঠানে এ কথা বলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।

তিনি আরও বলেন, মাছ উৎপাদনে আমাদের দেশ বিশ্বে ৪র্থ স্থান অধিকার করেছেন। আমরা চাই স্থানীয় ভাবেও মাছের উৎপাদন বৃদ্ধি করতে।  উপজেলা নিবার্হী অফিসার নাজনীন সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত র্ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুননেসা মিকী, সহ-সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, পৌর আওয়ামী লীগের আহবায়ক শহিদুজ্জামান সেলিম, সাবদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলী নাসির, এলাঙ্গীর মিজানুর রহমান খান, থানা ওসি তদন্ত ইমরান আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য অফিসার সঞ্চয় কুমার। এর আগে একটি বণার্ঢ্য রালী বের হয়। এরপর সংসদ সদস্য চেক বিতরণ ও ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এবিএন/সুব্রত সরকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ