আজকের শিরোনাম :

নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ১৮:৩০

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনি বয়ারচর এলাকায় নদী ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন করেছে অসহায় ভূমিহীনরা। আজ রবিবার সকালে চতলা পানি ব্যবস্থাপনা কমিটির উদ্যেগে নদীর পড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় চতলা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ হরনি ইউনিয়ন সভাপতি শাহরাজ, আওয়ামী লীগ নেতা আবদুস সহিদ, বয়ারচর পানি ব্যবস্থাপনা এসোসিয়েসনের সভাপতি হাফেজ আহম্মদসহ এলাকার ভূমিহীনরা অংশ গ্রহন করেন।

মানববন্ধনে জানানো হয়, অব্যাহত নদী ভাঙ্গনে হরনি বয়ারচর এলাকার বেড়ি বাঁধের একাংশ ভেঙ্গে গেছে। বর্ষায় পানি ও নদীর ঢেউয়ের তীব্রতার কারণে বেড়ি বাঁধ সম্পূন্ন বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায় আতঙ্কের মধ্যে দিন কাটছে নদী পাড়ের ভূমিহীন মানুষদের। তাই নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্লাক বাধ নির্মানের দাবী জানিয়েছে স্থানীয়রা।
 

এবিএন/গোলাম মহিউদ্দিন নসু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ