আজকের শিরোনাম :

দাউদকান্দিতে জৈব বালাইনাশক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১৬:৪৭

কুমিল্লার দাউদকান্দিতে জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে কৃষি অধিদপ্তর । 

আজ বুধবার দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের ফল ও সবজি চাষীদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশে শাকসবজি পান ফসলের পোকা মাকড় ও রোগ বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দাউদকান্দি কৃষি অধিদপ্তরের আয়োজনে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৈয়দ জামান এর পরিচালনায় প্রশিক্ষক উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান বলেন   নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব বালাইনাশক ভিত্তিক বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি সরকারে যুগউপযোগী পদক্ষেপ। এটি একটি সাশ্রয়ী প্রকল্প, এর ব্যবহারে কৃষকরা আর্থিকভাবে  লাভবান হবেন এবং ফল ও সবজি উৎপাদন হবে বিষমুক্ত। 

এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশে নিরাপদ খাদ্য ব্যবস্থাও নিশ্চিত হবে বলে আশা করছি।

এবিএন/জাকির হোসেন হাজারী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ