আজকের শিরোনাম :

মহেশপুরে ছেলের উপর অভিমান করে মায়ের আত্মহত্যার চেষ্টা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১১:২১

ছেলের উপর অভিমান করে বীষ পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মধ্য বয়সি এক দম্পতি। এ ঘটনা মহেশপুরের আলামপুর গ্রামে। বর্তমানে এ দম্পতি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী মঞ্জুর আলম বলেন তিন ছেলে মেয়ে ও স্বামী-স্ত্রী মিলে তাদের পরিবার। সম্প্রতি বড় ছেলে আব্দুল হালিমকে বেশ খরচপাতি করে চাকুরীতে দিয়েছেন। ছোট ছেলেকে এইচএসসিতে পড়েন। মেয়েটাও স্কুলে যায়। ছোট ছেলে রবিউল ইসলাম বেশ কিছুদিন যাবৎ ধরে মোটরসাইকেল কেনার বাইনা তোলে। তার বড় ভাই বেতন পেয়ে কিনেও দিতে চেয়েছেন। 

এ দিকে কিনে দিতে না পারায় সে বাড়িতে ভাংচুর চালায়। এতে করে তাঁর ইব্রাহিম সরকার ও মা রেহেনা বেগম গতকাল শনিবার সন্ধ্যা রাতে বিষ পান করেন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

কথা হয় স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কৃষ্ণ কমল পাল (সাগর) এর সঙ্গে তিনি বলেন জাব পোকা মারা বীষ পান করেছে এমনটা জানতে পারলাম পরিবারের সূত্রে। তাদের চিকিৎসা চলছে। রেহেনার অবস্থা আশংকাজনক। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

এবিএন/সুব্রত সরকার/গালিব/জসিম


 
 

এই বিভাগের আরো সংবাদ