আজকের শিরোনাম :

শার্শায় মা-সহ ২ সন্তানের লাশ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৯, ১০:৪২

যশোরের শার্শা উপজেলার কায়বার চালিতাবাড়ীয় দীঘা গ্রামে মা- সহ দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

লামগুলো হল, মা হামিদা খাতুন (৩৪), মেয়ে শরিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)।  

স্থানীয়দের ধারণা, স্বামী-শাশুড়ি তাদের বিষ খাইয়ে মেরে ফেলে বিষয়টি আত্মহত্যা বলে দাবি করছে। গতকাল ২৭ মে ভোর রাতে পুলিশ ওই তিন জনের লাশ উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, স্বামী ইব্রাহিম ও শাশুড়ি জামিলা খাতুনের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকতো হামিদার। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তারা। মা-ছেলে মিলেই বৌ-বাচ্চাদের বিষ খাওয়াতে পারে। এ ঘটনাকে তারা আত্মহত্যা বলে দাবি করছে।

নিহতের ভগ্নিপতি ইজ্জত আলী জানান, গত ১৫ বছর আগে হামিদার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার শাশুড়ি প্রায় সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। নিহতের শাশুড়ি মরিয়ম বেগমের চারিত্রিক ত্রুটি রয়েছে বলে এলাকাবাসীর দাবি।   

নিহতের স্বামী ইব্রাহিম স্থানীয় বাজারে চায়ের দোকান আছে। একই এলাকার কয়েকজনের সঙ্গে মরিয়ম বেগমের পরকীয়া ছিল। এসব ঘটনায় স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় মাস দুই আগে তপন মোল্যা নামে একজন পরকীয়া প্রেমিক ইব্রাহিমকে মারপিট করে। এসব নিয়ে মরিয়মের সাথে হামিদার ঝগড়াঝাটি লেগেই থাকতো।

শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় নিহত হামিদার শাশুড়ি মরিয়ম ও শ^শুর আরাফাতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এবিএন/ইয়ানূর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ