আজকের শিরোনাম :

সোনাগাজীতে ডাকাতিকালে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ২০:০৯

সোনাগাজীতে ডাকাতি করার সময় শাহাদাত হোসেন নামে এক  যুবককে হাতেনাতে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  ঘটনাটি আজ রবিবার (২৬ মে) ভোর  রাতে উপজেলার বগাদানা ইউপির আউরারখিল গ্রামের হাজী আলি আহম্মদের বাড়িতে ঘটে।  

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল হালিম বাদি হয়ে রবিবার দুপুরে ধৃত ডাকাতসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের নামে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।  মামলায় অভিযুক্তরা হলেন গুনক গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন শামিম, আলমপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে নজরুল ইসলাম, আউরারখিল গ্রামের আবু ইউছুপের ছেলে তুহিন।  তবে মডেল থানার ওসি মইন উদ্দিন ঘটনাটিকে ডাকাতি মারতে নারাজ, তার দাবী ঘটনাটি নিছক চুরি, ধৃত যুবক ছিচকে চোর।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, আউরারখিল গ্রামের ব্যাবসায়ী আব্দুল হালিম সেহেরি খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে ৬/৭ জনের ডাকাত দল ঘরের গ্রিল কেটে প্রবেশ করে সবাইকে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা, চারটি মোবাইল ফোন লুট করে।  ঘরের লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল কয়েকজনকে পিটিয়ে আহত করে।

ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ঘরের লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী বেরিয়ে ডাকাতদের ধাওয়া করেন। একপর্যায়ে শাহাদাত হোসেনকে ধরে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

পরে থানায় খবর দিলে সোনাগাজী মডেল থানার পুলিশ ধৃত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে জানালার গ্রিলের কাটা কয়েকটি ধাতব অংশ উদ্ধার করেছে।

 এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ