আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ১৫:৪৬

শ্রীমঙ্গলে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় করা শুরু করেছে সরকার।  চলবে আগামি ৩১ আগষ্ট পর্যন্ত । 

আজ সোমবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুস ছালেক, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মিতৈ প্রমূখ।

শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মিতৈ জানান, শ্রীমঙ্গল কৃষি অফিসের তালিকা অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলার ২৬১ জন কৃষকের কাছ থেকে  প্রতি টন ২৬ হাজার টাকা দরে এই ধান কিনবে। 

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ