আজকের শিরোনাম :

কালিগঞ্জে খানজিয়ায় সরকারি গাছ বিক্রির অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ২০:১২

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার খানজিয়া গণেশের মোড়ে সরকারি রাস্তার ধারে জেলা পরিষদের ২টি মেহুগুনি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জেলা পরিষদের তত্ত্বাবধায়ক মোঃ তারিকুল ইসলাম জনান, গত শুক্রবার দুপুর ২টার দিকে খানজিয়া গণেশের মোড়ে মৃত হানিফ দর্জির পুত্র এনছাফুল হক মনি তার বাড়ির সামনে রাস্তারধারের জেলা পরিষদের ২টি মেহুগুনি গাছ পাশ্ববর্তী নওয়াপাড়া গ্রামের অমির আলীর পুত্র ফার্নিচার মিস্ত্রি জাকির হোসেনের কেটে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে যেয়ে দেখা যায় গাছ ২টি কাটা হচ্ছে এসময় জানতে চাইলে জাকির হোসেন মিস্ত্রি এনছাফুল হক মনির কাছ থেকে কিনেছেন বলে জানান।

পরবর্তীতে গাছের কাটা অংশগুলো জব্দ করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে ফার্নিচার মিস্ত্রি জানান, তিনি এনছাফুল হক মনির কাছ থেকে কিনেছিলেন। জেলা পরিষদের লোক এসে বাঁধা দিলে তিনি আর কাটেননি। এনছাফুল হক মনির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে মনির স্ত্রী গাছ ২টি তাদের বলে দাবি করেন।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ