আজকের শিরোনাম :

কলাপাড়ায় শান্তিপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ১১:১৬

কলাপাড়ায় শান্তিপূর্ণভাবে রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। 

গতকাল শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ধর্মীও উৎসব শুরু হয়। এলাকায় রাখাইন পরিবারের সদস্যরা উৎসাহ উদ্দিপনার সাথে উৎসবে অংশগ্রহণ করেন। 

উৎসবে অংশগ্রহণকারী বৌদ্ধ ধর্মাবলম্বি রাখাইন উচো মাস্টার জানান, আমাদের পরম উপাস্য গৌতম বুদ্ধোদেব এই পূর্ণিমা তিথীতে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেছিলেন তাই এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্যাগোডা (বৌদ্ধ মন্দির) গুলোতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত। ফলে রাখাইন সম্প্রদায়ের সদস্যদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করেছে। 

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মইনুল হাসান জানান, প্রতিটি মন্দিরেই যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয় তার জন্য পটুয়াখালী পুলিশ প্রসাশনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশ মোতায়নসহ গুরুত্বপূর্ণস্থানে মোবাইল টিম ও সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

এবিএন/তুষার কান্তি হালদার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ