আজকের শিরোনাম :

বাস-ট্রাক ও ভারী যান চলাচল বন্ধ

চিতলমারী-শৈলদাহ ও মাটিভাঙ্গা সড়ক চরম ঝুঁকিতে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ২২:৪৬

বাগেরহাটের চিতলমারী-শৈলদাহ ও মাটিভাঙ্গা সড়ক চরম ঝুঁকির মধ্যে রয়েছে। হঠাৎ বৃষ্টিতে রাস্তা ধসে যাওয়ায় বাস-ট্রাক ও ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন যে কোন সময় সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যেতে পারে।

চিতলমারী উপজেলা প্রকৌলশী মোঃ জাকারিয়া ইসলাম জানান, এলজিইডি’র আওয়াতাধীন ওই সড়কের বোয়ালিয়া কাশি কৃষ্ণ সেবা সংঘ নামক স্থানে পূর্বে একটি খাল ছিল। এলাকাবাসি পানি নিস্কাশনের জন্য উক্ত রাস্তার নিচে ফুটো করে পাইপ লাইন বসায়। পাইপ লাইনের ওই স্থান দিয়ে বৃষ্টির পানিতে বালু ধুয়ে হঠাৎ রাস্তা ধসে গেছে। যার ফলে বাস-ট্রাক ও ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই রাস্তার পাশ দিয়ে বাইপাস সড়ক নির্মানের জন্য স্থানীয় চেয়ারম্যানকে বলা হয়েছে। রাস্তাটি দ্রুত মেরামতের জন্য উপর মহলের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও তিনি জানান।

তবে স্থানীয় বাসিন্দা টিটব বিশ্বাস, বিবেক মন্ডল, অসিত বিশ্বাস, কবির হালদার ও মোঃ জাহাঙ্গির কাজি জানান, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় সড়ক যোগাযোগ একেবারে বিছিন্ন হয়ে যেতে পারে।

এবিএন/এস এস সাগর/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ