আজকের শিরোনাম :

ময়মনসিংহে মারুফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ১৬:১৪

মামার সম্পতির ভাগ বাঁটোয়ারা বিরোধে পরিকল্পিতভাবে মামাতো ভাই মারুফ হত্যাকান্ডের ঘটনায় ফুপাতো ভাই রাকিবুল ইসলাম রাকিবকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।

ময়মনসিংহের মুক্তাগাছায় ২০১৩ সালে স্কুলছাত্র মাহবুবুর রহমান মারুফ (১০) হত্যা মামলার রায়ে রাকিবুল নামে একজনকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে আসামীদের উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় ঘোষনা করেন।

মৃত্যুদ-প্রাপ্ত রাকিবুল মুক্তাগাছা উপজেলার পাইক শিমুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। একই মামলায় অপর দুই আসামি রাকিবুলের বাবা আব্দুর রাজ্জাক ও ভাই রেজাউল করিমকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানাযায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহবুবুর রহমান মারুফকে গলা কেটে হত্যা করে লাশ গুম করে ফেলে।

পরে ঐ দিনই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ফিসারীতে প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় মারুফের গলাকাটা লাশ পাওয়া যায়। ঘটনার পরদিন নিহতের মা মাজেদা খাতুন তিনজনকে আসামী করে  থানায় একটি মামলা দায়ের করে। আদালত দীর্ঘ শুনানী শেষে  সোমবার এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পিপি মো. ওয়াজেদুল ইসলাম, আসামী পক্ষের আইনজীবি ছিলেন বেগম সুলতানা হোসেন জাহান।


এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ