আজকের শিরোনাম :

ভোলায় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ১২:২১

ভোলা সদর উপজেলা দক্ষিণ দিঘলদী কোড়ালিয়া গ্রামে সম্প্রতি ঘূর্ণিঝড় ফণী আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা প্রধান অব্যাহত রয়েছে। 

গত রবিবার বিকালে শুরু করে গতকাল সোমবার দুপুর পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করা হয়। 

এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারকে সোয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, বিস্কিট এক প্যাকেট, লবণ ১ কেজি, মসুর ডাল ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ১ কেজি, মুড়ি ১  কেজি, সব মিলিয়ে একটি প্যাকেজ বিতরণ করা হয়। 

এর আগে ৭৫টি পরিবারে মাঝে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ৬ হাজার টাকা, ১ বান টিন ও ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। 

ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামাল হোসেন উপস্থিত থেকে এই ত্রাণ প্রদান করেন। এ সময় ঘূর্ণিঝড়ে নিহত রানী বেগম পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। 

এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবার উদ্দেশ্য বলনে, ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর নির্দশনায় ভোলা জেলা প্রশাসক এর মাধ্যমে এই সহায়তা প্রদান করেন। 

এ ছাড়াও যাদের ঘর তোলার সামর্থ্য নেই তাদের গৃহ নির্মাণের জন্য ব্যবস্থা করা হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিন দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতালুল হাসান স্বপনসহ ইউপি সদস্যবৃন্দ। 

এবিএন/আদিল হোসেন তপু/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ